Skip to main content

Installing VirtualBox and Ubuntu/Cloudera in VirtualBox

step-by-step guide on how to install VirtualBox, Ubuntu, and Cloudera using the provided .vmdk and .ovf files.

Virtualbox
ubuntu download
cloudera download
Cloudera on VM

Comments

Popular posts from this blog

ডেটা এবং ক্যারিয়ার

  শোনা যাচ্ছে যে ডেটা-ই নাকি এখন টেকনোলোজির প্রাণ! তবে আজ কাল তো শোনা কথায় ও কান দিতে নেই। সে যা-ই হোক , প্রবাদ আছে “যা রটে, তা কিছু তো বটে !” কিছু ই হোক বা অনেক কিছু হোক একটু তদন্ত করে জানতে তো আর দোস নেই। যত জানবো, ততই শিখবো। তাহলে চলুন ডেটা কি? কেন এই ব্যাটার এর দাপট? আর রটনা কতটা সঠিক? ডেটা কি ? ধরুন, আপনি বললেন “পিপ!” । কি মনে হচ্ছে লেখক পাগল হয়ে গেসে? লেখার সময় বাইরে একটা গাড়ি যাচ্ছে, আর এটা হর্ণ দিলো  পিপ । এখন এইযে প্রথম আপনি পিপ বললেন। কেউ কি কিছু বুঝবে? বা কোন কাজ হবে এটা দিয়ে? না কেউ কুছু বুঝবে না বা কিছু ঘটবে না। কিন্তু মজার ব্যাপার হলো এই যে “ পিপ” বললেন এটা কিন্তু একটা ডেটা! একটু সহজ করে যদি বলি, অনেকতা এরকম সংজ্ঞা দেয়া যায় — ডেটা হচ্ছে এমন একটি অকেজো একক যা কোনো নির্দিষ্ট অর্থ বহন করে না বা যা দারা কিছু বোঝায় না। তাহলে যে জিনিস টা কে বলছি অকেজো, তার আবার এত দাম কিসের? চলুন এবার অকেজো জিনিস নিয়ে আরেকটু সময় নষ্ট করি, তার জন্য বুঝতে হবে ইনফরমেশন। ইনফরমেশন আবার কি ? যখন কোন ডেটা বা ডেটা-সেট কে কোন কাজের উদ্দেশ্যে সাজানো হয় বা সংগঠিত করা হয় এবং যখন এটি অকেজো জিনিস থে...